Sokatore Oi Kadiche Sokole Song Lyrics (সকাতরে) Rabindra Sangeet
1 minute read
Song : Sokatore Oi Kadiche Sokole
Written by : Rabindranath Thakur
Parjaay : Puja O Prarthana - 18
Raag : Karnati Bhajan
Taal : Ektaal
সকাতরে ওই কাঁদিছে সকলে
শোনো শোনো পিতা,
কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা,
কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা,
কহো কানে কানে
শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা।
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে
সদাই ভাবনা,
যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা
যাকিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা,
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা।
সুখ আশে দিশে দিশে বেড়ায় কাতরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে,
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে।
ফুরায় বেলা, ফুরায় খেলা,
সন্ধ্যা হয়ে আসে,
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে,
কাঁদে তখন আকুল মন, কাঁপে তরাসে।
কী হবে গতি, বিশ্বপতি,
শান্তি কোথা আছে,
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে,
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে,
তোমারে দাও, আশা পূরাও,
তুমি এসো কাছে।