Shonge Thaak Song Lyrics (সঙ্গে থাক) Mithun | Dola | Musfiq R Farhan | Keya
1 minute read
Song : Shonge Thaak
Drama : Parbona Vulte Toke
Singer : Mithun Chakra & Aditi Rahman Dola
Lyrics : Ahmed Risvy
Tune & Music : Ahmmed Humayun
Mix and Master : Salman jaim
Director : Jakaria Shoukhin
Cinematography : Nazmul Hasan
Edit & Color : Amitav Mazumder
Producer : Tanvir Mahmood
Label: Soundtek
তোর চোখের ঘুম হবো, নামলে রাত
তোর চলার পথ হবো, সঙ্গে থাক।
কত শত ভাবনাতে
এ মনের আয়নাতে,
তোকে খুঁজি সারাক্ষন
তোর প্রেমে আমার মন, হচ্ছে পাগল
চাইছি খুব তোর মনে একটু দখল।।
পারবোনা থাকতে আমি
তোকে ভুলে,
পারবোনা বাঁচতে আমি
তোকে না পেলে।
হলে হোক ঠিক হোক
আমি তোকেই শুধু চাই,
হৃদয়ের যত প্রেম দেবো তোকে পুরোটাই।
তোকে খুঁজি সারাক্ষন
তোর প্রেমে আমার মন, হচ্ছে পাগল
চাইছি খুব তোর মনে একটু দখল।।
অভিমানী মন মেঘ হয়ে
যায় ভেসে,
তোর কাছে ছুটে যাই শুধু
ভালোবেসে।
পারবোনা ছাড়তে আমি তোকে কিছুতেই
দুচোখে স্বপ্ন সাজাই শুধু তোর আশাতেই।
তোকে খুঁজি সারাক্ষন
তোর প্রেমে আমার মন, হচ্ছে পাগল
চাইছি খুব তোর মনে একটু দখল।।
তোর চোখের ঘুম হবো, নামলে রাত
তোর চলার পথ হবো, সঙ্গে থাক।
কত শত ভাবনাতে
এ মনের আয়নাতে,
তোকে খুঁজি সারাক্ষন
তোর প্রেমে আমার মন, হচ্ছে পাগল
চাইছি খুব তোর মনে একটু দখল।।