E Path Geche Beke Song Lyrics (এ পথ গেছে বেঁকে) Taalpatar Shepai

Song : Taalpatar Shepai
Composer & Vocalist : Pritam Das
Lyricist : Saswata Ray
Arrangement : Taalpatar Shepai
Cinematography : Abhishekh Srivastava & James Suraj Barwa
Direction : Pritam Das
Video Editing : Sumon Ghosh & Pritam Das


এ পথ গেছে বেঁকে 
কী ছবি যে এঁকে কে জানে,
আজ মনে হয় তুলি 
আকাশের চোরাবালি, আনমনে। 

যত স্মৃতি কত কি সাথে নিয়ে 
কত রাত নদী হয়ে যায় বয়ে, কে চায়
এ মনের হিসেব কি ওই মন রাখে ?
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়। 

কত তোমার কত কথা 
রূপসী রূপকথা বলো তারায়,
আমি থাকি একা সঙ্গে 
তবু তোমার তরঙ্গে ভেসে যায়। 

ফিরে আসি বারেবারে সব ভেঙে 
যত না পাওয়া আজ পাওয়ার রঙে,
এ মন জানে পথ ভোলার মানে, কে চায়।  
এ মনের হিসেব কি ওই মন রাখে ?
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, হায়। 

আমি জানি তুমি আসবে 
ভালোবাসা ভালোবাসবে, বলো তাই 
পথ খুঁজি, তবু বুঝি 
সেই তুমি শুধু তুমি আশ্রয়।  

শত স্মৃতি ভেজালো অঝোরে
আমি অচেনা আজ আমার ঘরে
হয়ে নিঃস্ব আমার অগোচরে কে চায়।
এ মনের হিসেব কি ওই মন রাখে
শত তারায় তারায় আজও খুঁজছি তাকে, 
এ মন যে জানে পথ ভোলার মানে
কে জানে তুমি কেন আমার মনে। 

Join Telegram Channel Become a member of our telegram channel
Telegram