Amito Noi Beiman Song Lyrics (আমিতো নই বেঈমান) Shiekh Sadi | Pothik Uzzal
July 30, 2021
Song : Amito Noi Beiman
Singer : Shiekh Sadi & Pothik Uzzal
Lyrics & Tune : Shamran Ahmed Milon
Original Music : Remo Biplob
Music Rearranged By : Alvee Al Berunee
Mix & Master : Alvee Studios
Label : Sobar Tv
পড়াইয়া পিরিতের রশি
বানাইয়া জগতের দোষী
কই রইলারে সোনার চান।
মনে চায় যখন আসিও তখন
মনে চায় যখন আসিও তখন,
করবোনা বিন্দু মাত্র অপমান।
আমিতো নইরে বন্ধু
তোর মতো বেঈমান,
আমি তো নইরে বন্ধু
তোর মতো বেঈমান।
সারাজনম থাকবি পাশে
দিয়েছিলি কথা,
রাতারাতি ভুইলা গেলি
প্রাণে দিলি ব্যাথা।
কার সঙ্গ নিলি? আমায় ছাড়িলি
কার সঙ্গ নিলি? আমায় ছাড়িলি,
কেমনে হইলি এতো ব্যাবধান ?
আমিতো নইরে বন্ধু
তোর মত বেঈমান,
আমি তো নইরে বন্ধু
তোর মত বেঈমান।
কত সুখে দিন যায় আমার
উপর ওয়ালায় জানে,
ভিন মানুষের আনাগোনা
তোমার মন উঠানে।
বলে সামরানে কি বা কারণে
বলে সামরানে কি বা কারণে,
দিয়েছো আমায় এমন প্রতিদান।
আমিতো নইরে বন্ধু
তোর মতো বেঈমান,
আমি তো নইরে বন্ধু
তোর মতো বেইমান।
পড়াইয়া পিরিতের রশি
বানাইয়া জগতের দোষী
কই রইলারে সোনার চান।
মনে চায় যখন আসিও তখন
মনে চায় যখন আসিও তখন,
করবোনা বিন্দু মাত্র অপমান।
আমিতো নইরে বন্ধু
তোর মতো বেঈমান,
আমি তো নইরে বন্ধু
তোর মত বেইমান।