Keno Jani Na Je Sudhu Song Lyrics (কেন জানিনা যে শুধু) Mrinal Chakroborty
July 30, 2021
Song : Keno Jani Na Je Shudhu
Vocal & Music : Mrinal Chakraborty
Lyricist : Miltu Ghosh
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।।
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
যে কথা বলবো তোমায় ছিল আশা
সে কথা বলতে কেন পাই নি ভাষা,
সে যেন বোবা হয়ে রয়ে রয়ে কেঁদে মরে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।।
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
কত যে তোমায় বেসেছিলাম ভালো
সে কি আজ ভাঙা ঘরে চাঁদের আলো ?
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
এ হৃদয় যখন আমার মুখর হল
সে কেন কাছে এসে হারিয়ে গেল,
সে স্মৃতি ধূপের মতো অবিরত আকুল করে।
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
তুমি জানো না তো আমার
ছিলে কত যে আপনার,
সে স্মৃতি দু’চোখ বেয়ে
অশ্রু হয়ে অঝোর ঝরে।
কেন জানি না যে শুধু
তোমার কথাই মনে পড়ে,
কেন জানিনা যে শুধু
তোমার কথাই মনে পড়ে।।